কম্বাইন্ড সাইকেল, কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যাট , কম্বাইন্ড হিট এবং পাওয়ার সাইকেল পাওয়ার প্লান্ট এক নয়। তিনটি ভিন্ন চিত্র বা বিষয়।
১) কম্বাইন্ড সাইকেল = ডুয়েল সাইকেল(পেট্রোল ও ডিজেল)
.
বি দ্র: আবার ডুয়েল ফুয়েল বেইস পাওয়ার প্লান্ট এক নয়, ডুয়েল ফুয়েল বেইস পাওয়ার প্লান্টে প্রাইমারি ফুয়েল হিসেবে গ্যাস এবং সেকেন্ডারি ফুয়েল হিসেবে অন্য যেকোনো ফুয়েল বিশেষ করে ডিজেল ব্যবহার করা হয়।
৩) কম্বাইন্ড হিট এবং পাওয়ার সাইকেল পাওয়ার প্লান্ট= এটি একই সাথে হিট হিসেবে স্টিম ও পাওয়ার হিসেবে বিদ্যুৎ উৎপাদন করে। যেসকল কারখানায় স্টিম ও বিদ্যুৎ প্রয়োজন হয় সেখানে এই পাওয়ার প্লান্ট স্থাপন করা হয়। যেমন:টেক্সাইল ইন্ডাস্ট্রি, কাগজ শিল্পে ইত্যাদি।