উত্তর: ইঞ্জিনের ভিতর কোন উত্তপ্ত তলের সংস্পর্শে এসে এয়ার ফুয়েল মিক্সচারে ইগনিশন হলে তাকে সারফেস ইগনিশন বলে। কম্বাশন চেম্বারে অতিরিক্ত কার্বন জমা হলে সারফেস ইগনিশন হতে দেখা যায়।
““এই ওয়েবসাইট মেকানিক্যাল টেকনোলজির শিক্ষার্থিদের জন্য ক্যারিয়ার সহায়ক ওয়েবসাইট, যেখানে মাতৃভাষায় ইঞ্জিনিয়ারিং বিষয়ে আলোচনা করা হয়েছে এবং মেকালজি বইএর ডিজিটাল রুপ দিয়েছে। ””