১) ফ্লাশ পয়েন্ট কাকে বলে?
উত্তর: ফ্লাশ পয়েন্ট : যে সর্বনিম্ন তাপমাত্রায় ফুয়েলকে ইগনিশন সোর্সের সংস্পর্শে আনলে ফুয়েলের উপরে থাকা ফুয়েল ভেপার গুলো আকস্মিক ভাবে জ্বলে উঠে সেই সর্বনিম্ম তাপমাত্রাকে ঐ ফুয়েলের Flash Point বলে।

২) ফায়ার পয়েন্ট কাকে বলে?
উত্তর: ফায়ার পয়েন্ট: যে সর্বনিম্ম তাপমাত্রায় ফুয়েলকে ইগনিশন সোর্সের সংস্পর্শে আনলে ইহা অনবরত জ্বলতে থাকে সেই সর্বনিম্ম তাপমাত্রাকে ঐ ফুয়েলের Fire Point বলে।

৩) পেট্রোল ও ডিজেল ফুয়েলের ফায়ার পয়েন্ট ও ফ্লাস পয়েন্ট কত?
উত্তর:পেট্রোল বা গ্যাসলিন ফুয়েলের ফ্লাস পয়েন্ট (- 43°C)
পেট্রোল ফুয়েলের ফায়ার পয়েন্ট (-30°C)

ডিজেল ফুয়েলের ফ্লাশ পয়েন্ট (52°C)
ডিজেল ফুয়েলের ফায়ার পয়েন্ট (62°C)

৪) জ্বালানীর ফ্লাশ পয়েন্ট ও ফায়ার পয়েন্ট কম নাকি বেশি হলে ভালো?
উত্তর: যেকোন ফুয়েল এর ফ্লাশ পয়েন্ট ও ফায়ার পয়েন্ট কম হওয়া উচিত, এতে ফুয়েল অল্প তাপমাত্রায় প্রজ্জ্বলিত হবে। কিন্ত ফ্লাশ পয়েন্ট ও ফায়ার পয়েন্ট কম হলে, সেই ফুয়েল দূর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে।
.
অর্থাৎ ফায়ার পয়েন্ট ও ফ্লাস পয়েন্ট কম হলে কম্বাশনের জন্য ভালো কিন্তু পরিবহন ও সংরক্ষণ করার জন্য ঝুকিপূর্ণ।
.
প্রায় সকল জ্বালানীর জন্য ফ্লাশ পয়েন্ট থেকে ফায়ার পয়েন্ট এর 10°C তাপমাত্রা বেশি হয়।

৫) Pour Point কাকে বলে?
উত্তর: পউর পয়েন্ট: যে সর্বনিম্ন তাপমাত্রায় জ্বালানীর পাত্রকে আনুভূমিক ভাবে রাখা হলেও জ্বালানীর প্রবাহ নূন্যতম ৫ সেকেন্ড এর জন্য বন্ধ থাকে থাকে পউর পয়েন্ট বলে। অর্থাৎ যে সর্বনিম্ন তাপমাত্রায় জ্বালানী তার প্রবাহীত হওয়ার গুনাবলী হারিয়ে ফেলে তাকে পউর পয়েন্ট বলে।

৬) Cloud পয়েন্ট কাকে বলে?
উত্তর: জ্বালানীকে ধীরে ধীরে ঠান্ডা করলে যে তাপমাত্রায় জ্বালানীর উপর মেঘ সাদৃশ্য ফুয়েল ভেপার জমা হয় তাকে ক্লাউড পয়েন্ট বলে।

RocketplayRocketplay casinoCasibom GirişJojobet GirişCasibom Giriş GüncelCasibom Giriş AdresiCandySpinzDafabet AppJeetwinRedbet SverigeViggoslotsCrazyBuzzer casinoCasibomJettbetKmsauto DownloadKmspico ActivatorSweet BonanzaCrazy TimeCrazy Time AppPlinko AppSugar rush