১) ফ্লাশ পয়েন্ট কাকে বলে?
উত্তর: ফ্লাশ পয়েন্ট : যে সর্বনিম্ন তাপমাত্রায় ফুয়েলকে ইগনিশন সোর্সের সংস্পর্শে আনলে ফুয়েলের উপরে থাকা ফুয়েল ভেপার গুলো আকস্মিক ভাবে জ্বলে উঠে সেই সর্বনিম্ম তাপমাত্রাকে ঐ ফুয়েলের Flash Point বলে।

২) ফায়ার পয়েন্ট কাকে বলে?
উত্তর: ফায়ার পয়েন্ট: যে সর্বনিম্ম তাপমাত্রায় ফুয়েলকে ইগনিশন সোর্সের সংস্পর্শে আনলে ইহা অনবরত জ্বলতে থাকে সেই সর্বনিম্ম তাপমাত্রাকে ঐ ফুয়েলের Fire Point বলে।

৩) পেট্রোল ও ডিজেল ফুয়েলের ফায়ার পয়েন্ট ও ফ্লাস পয়েন্ট কত?
উত্তর:পেট্রোল বা গ্যাসলিন ফুয়েলের ফ্লাস পয়েন্ট (- 43°C)
পেট্রোল ফুয়েলের ফায়ার পয়েন্ট (-30°C)

ডিজেল ফুয়েলের ফ্লাশ পয়েন্ট (52°C)
ডিজেল ফুয়েলের ফায়ার পয়েন্ট (62°C)

৪) জ্বালানীর ফ্লাশ পয়েন্ট ও ফায়ার পয়েন্ট কম নাকি বেশি হলে ভালো?
উত্তর: যেকোন ফুয়েল এর ফ্লাশ পয়েন্ট ও ফায়ার পয়েন্ট কম হওয়া উচিত, এতে ফুয়েল অল্প তাপমাত্রায় প্রজ্জ্বলিত হবে। কিন্ত ফ্লাশ পয়েন্ট ও ফায়ার পয়েন্ট কম হলে, সেই ফুয়েল দূর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে।
.
অর্থাৎ ফায়ার পয়েন্ট ও ফ্লাস পয়েন্ট কম হলে কম্বাশনের জন্য ভালো কিন্তু পরিবহন ও সংরক্ষণ করার জন্য ঝুকিপূর্ণ।
.
প্রায় সকল জ্বালানীর জন্য ফ্লাশ পয়েন্ট থেকে ফায়ার পয়েন্ট এর 10°C তাপমাত্রা বেশি হয়।

৫) Pour Point কাকে বলে?
উত্তর: পউর পয়েন্ট: যে সর্বনিম্ন তাপমাত্রায় জ্বালানীর পাত্রকে আনুভূমিক ভাবে রাখা হলেও জ্বালানীর প্রবাহ নূন্যতম ৫ সেকেন্ড এর জন্য বন্ধ থাকে থাকে পউর পয়েন্ট বলে। অর্থাৎ যে সর্বনিম্ন তাপমাত্রায় জ্বালানী তার প্রবাহীত হওয়ার গুনাবলী হারিয়ে ফেলে তাকে পউর পয়েন্ট বলে।

৬) Cloud পয়েন্ট কাকে বলে?
উত্তর: জ্বালানীকে ধীরে ধীরে ঠান্ডা করলে যে তাপমাত্রায় জ্বালানীর উপর মেঘ সাদৃশ্য ফুয়েল ভেপার জমা হয় তাকে ক্লাউড পয়েন্ট বলে।