★ মেকানিক্যাল টেকনােলজির জন্য এটিই প্রথম ডিজিটাল বুক। সকল শিক্ষার্থীগণ সম্পূর্ণ বইয়ের টিউটোরিয়াল পেয়ে যাবেন একদম ফ্রি।
★ প্রত্যেক অধ্যায় ভিত্তিক টিউটোরিয়ালস এর লিংক যুক্ত করা হয়েছে, এতে একজন শিক্ষার্থী সহজেই প্রত্যেকটি বিষয় আয়ত্ব করতে পারবে।
★বইটিতে রয়েছে ডুয়েট ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস। ডুয়েট ভর্তি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে, বিগত সালের প্রশ্ন পর্যালােচনা করে পর্যাপ্ত পরিমানে তাত্ত্বিক ও গাণিতিক সমস্যাবলী সংযােজন করা হয়েছে। সেই সাথে বইয়ের শেষে বিগত সালের ডুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন সংযােজন করা হয়েছে।
★চাকুরী যােদ্ধাদের কথা মাথায় রেখে এই পর্যন্ত চাকুরীতে আসা বিভিন্ন টপিক, যেমন: কম্বাশন অব ফুয়েল, ফায়ারিং অর্ডার, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, গিয়ার, বয়লার, প্রেশার ভ্যাসেলের গাণিতিক সমস্যাবলী ইত্যাদি সংযােজন করা হয়েছে। যা খুবই গুরুত্বপূর্ণ। এসকল নতুন টপিক সহজ করে তােলার জন্য টিউটোরিয়াল দেওয়া হয়েছে।
★ প্রচুর পরিমানে থিউরি সংযােজন করা হয়েছে, যার ফলে বইটি পড়লে সর্বোচ্চ কমনের নিশ্চয়তা দেয়া যায়। সেই সাথে চাকুরী পরীক্ষার প্রশ্নের প্যাটার্নসহ প্রশ্ন সংজোযন করা হয়েছে।
★প্রচুর পরিমানে থিউরি সংযােজন করা হয়েছে, যার ফলে বইটি পড়লে সর্বোচ্চ কমনের নিশ্চয়তা দেয়া যায়। সেই সাথে চাকুরী পরীক্ষার প্রশ্নের প্যাটার্নসহ প্রশ্ন সংজোযন করা হয়েছে।
★বইয়ের শুরুতেই রয়েছে Unit Conversion ও ক্যালকুলেটরের ব্যবহার। এগুলাে সহজভাবে বুঝার জন্য, এগুলাের উপরও টিউটোরিয়াল দেওয়া হয়েছে।
““এই ওয়েবসাইট মেকানিক্যাল টেকনোলজির শিক্ষার্থিদের জন্য ক্যারিয়ার সহায়ক ওয়েবসাইট, যেখানে মাতৃভাষায় ইঞ্জিনিয়ারিং বিষয়ে আলোচনা করা হয়েছে এবং মেকালজি বইএর ডিজিটাল রুপ দিয়েছে। ””