Mechalogy Online Job Care

কোর্স ফী ২০০০ টাকা (ফিক্সড)

কোর্স ফী দেওয়ার জন্য –
বিকাশ/নগদ – 01840109114 (পার্সোনাল)
রকেট – 01840109114+3 (পার্সোনাল)

❣️বিশেষ অনুরোধ❣️
সকলের উদ্দেশ্য বলছি, এই কোর্সের এপ্স আর এক্সামের পিছনে অনেক টাকা খরচ হয়। এছাড়াও পরিশ্রম তো আছেই। সাজেশন বানাই, প্রশ্ন বানাই, সকলের সমস্যা গুলো সমাধান করে দেই।
      এই অনুযায়ী কোর্স ফী ২০০০ টাকা, একদম বেশি না। তবুও অনেকেই অনুরোধ করে কোর্স ফী কমিয়ে রাখতে।
      এই বিষয়টি নিয়ে আমার কথা বলতে খুব আনইজি লাগে, একে তো আমি একজন লেখক, আর আমি একজন সরকারি কর্মকর্তা। ৫০০ ১০০০ টাকা নিয়ে দরাদরি করা শোভা পায়না।
     সকলের নিকট বিনীত অনুরোধ থাকবে কোর্স ফী নিয়ে কিছুই না বলার জন্য।

মেকালজি জব কেয়ারের অ্যাপস

মেকালজি জব কেয়ারের নিজস্ব এপ্স রয়েছে: সম্প্রতি আমাদের সম্পূর্ণ কোর্স এপ্সে নেওয়া হয়েছে। সকল শিক্ষার্থীদের এপ্সে রেজিস্ট্রেশন করানো হয় এবং সেখানেই বিগত সকল ক্লাস ও গুরুত্বপূর্ণ তথ্য গুলো দেওয়া আছে। এপ্সের বিস্তারিত এই ভিডিও তে দেওয়া আছে-

ডেমো ক্লাস
কোর্স সম্পর্কে বিস্তারিত

১) এটা কি লাইভ কোর্স নাকি রেকর্ড কোর্স?
উত্তর: এটা মূলত রেকর্ড ক্লাস। তবে এখানে নিয়মিত লাইভ ক্লাস হয়, আর প্রতিটি ক্লাসের রেকর্ড এপ্সে টপিক অনুযায়ী আপলোড করা হয়। সেখান থেকে একজন স্টুডেন্ট ক্লাস গুলো ডাউনলোড করে দেখতে পারবে। আর লাইভ ক্লাসের শিডিউল ও লিংক গ্রুপে দিয়ে দেওয়া হয়। সেখান থেকে সরাসরি ক্লাসে যুক্ত হতে পারবে।

২) সপ্তাহে কয়টা লাইভ ক্লাস হয় এবং কখন হয়?
উত্তর: সাধারণত দুইটা লাইভ ক্লাস করানো হয়। যদিও নির্দিষ্ট রুটিন রয়েছে, কিন্তু আমার ব্যস্ততার কারণে মাঝে মাঝে রুটিন পরিবর্তন করা হয়। সেটা গ্রুপে জানিয়ে দেওয়া হয়। আর সকল ক্লাস ও এক্সাম রাত ১০ টা থেকে নেওয়া হয়।

৩) আমি তো এখন ভর্তি হব, তাহলে আগের ক্লাস গুলো কিভাবে পাবো?
উত্তর: এখানে যারা ভর্তি হবে একদম প্রথম থেকে রেকর্ড ক্লাস গুলো পাবে। রেকর্ড ক্লাস গুলো অনেক বিস্তারিত নেওয়া হয়েছে। সেগুলো দেখলেই সব বুঝতে পারার কথা, বেসিক রেকর্ড ক্লাসের সাথেই এক্সট্রা সলুশ্যন ক্লাস দেওয়া আছে। রেকর্ড ক্লাস দেখে না বুঝলেও সলুশ্যন ক্লাস দেখে কভার করতে পারবে। তবুও নির্দিষ্ট সময় সময় পর পর, লাইভ সলুশ্যন ক্লাস দেওয়া হয়, সেখানে শুধুমাত্র প্রশ্নের উত্তর দেওয়া হয়। তবুও সমস্যা থাকলে ডিসকাশন গ্রুপ আছে আবার আমাকে ইনবক্সে মেসেজ করলেও সেটা আমি বুঝিয়ে দিব। সহজ কথা, প্রত্যেকটি টপিক বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার।

৪) বর্তমানে কোন টপিকের উপর লাইভ ক্লাস নেওয়া হচ্ছে?
উত্তর: আমাদের মেকালজি রিটেন বইয়ের উপর বিস্তারিত ৫৫ টি ক্লাস দেওয়া আছে। জব সলুশ্যন বইয়ের উপর ৫০ টা ক্লাস দেওয়া আছে। এখন বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকের উপর লাইভ ক্লাস নেওয়া হচ্ছে। তোমাকে আগের ক্লাস গুলো রেকর্ড দেখতে হবে, না বুঝলে সেটা বুঝিয়ে দেওয়া হবে।


৫) মোট কতটি ক্লাস করানো হবে?
উত্তর: আমার টার্গেট রিটেন বই এর উপর ৬০ টা ক্লাস করাবো (যা ইতিমধ্যে শেষ), জব সলুশ্যন বই এর উপর ৭০টি ক্লাস করাবো (৫০টা শেষ হয়েছে)। এরপর সকল ক্লাস শেষ হলে, বিভিন্ন ছোট ছোট বিষয় ও গাইডলাইন নিয়ে ক্লাস দেওয়া হবে। সকল ক্লাস শেষ হলেও, সপ্তাহে একটা লাইভ ক্লাস থাকবেই।

৬) আমি এই কোর্সে কতদিন ক্লাস করতে পারবো?
উত্তর: আজীবন, এখানে একবার ভর্তি হলে সকল ক্লাস সব সময় দেখতে পারবে।

৭) এই কোর্সে আমি কি কি পাবো?
উত্তর: এই কোর্সে ডিপার্টমেন্ট এর শূন্য থেকে বিস্তারিত পাবে। বিশেষ করে মেকালজি রিটেন ও জব সলুশ্যন বইয়ের বিস্তারিত খুটিনাটি পড়ানো হচ্ছে। আরও পাবে –
১) নন ডিপার্টমেন্ট ও ডিপার্টমেন্ট গাইডলাইন,অর্থাৎ কিভাবে শেষ করবে কি কি পড়বে তা বলে দেওয়া হবে।
২) ড্রয়িং, ডায়াগ্রাম বিস্তারিত ক্লাস।
৩) নিয়মিত এক্সাম, বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে মডেল টেস্ট নেওয়া হয়।
৪) চাকুরীর পরীক্ষা সংক্রান্ত দিক নির্দেশনা।

বি দ্র: থিউরি পড়ানো হয় না।
বি দ্র: বর্তমানে নন ডিপার্টমেন্ট এর কোন ক্লাস দেওয়া হচ্ছে না, কিছুদিন পর নন ডিপার্টমেন্ট টপিক অনুযায়ী সাজেশন ও ক্লাস দেওয়া হবে। আশাকরি তখন, নন ডিপার্টমেন্ট এর জন্য বাইরে কোথাও যেতে হবে না।


৮) কোর্স ফী কত? আর কিভাবে ফী দিতে হবে?
উত্তর: সম্পূর্ণ কোর্স ফী ২০০০ টাকা (Fixed), ভর্তি হওয়ার আগেই দিতে হবে।
কোর্স ফী দেওয়ার জন্য –
বিকাশ/নগদ – 01840109114 (পার্সোনাল)
রকেট – 01840109114+3 (পার্সোনাল)

🔥বিশেষ অনুরোধ: কোর্স ফী নিয়ে কোন অনুরোধ করবে না। আমি অনেক কমিয়ে রেখেছি।

কোর্সে ভর্তি হওয়ার জন্য কোর্স ফী পাঠিয়ে এসএমএস দিলেই হবে।

৯) কোন কারণে কোর্স ভালো না লাগলে?
উত্তর: কোর্স কিনার ৭ দিনের মধ্যে কোর্স ভালো না লাগলে বা অন্য কোন কারণে কোর্স করতে না চাইলে, সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে ভর্তি বাতিল করতে পারবে।

১০) কোর্সে ভর্তি হলে কি, আমার অন্য কোথাও কোচিং করতে হবে?
উত্তর: আমি কোর্সটিকে এমন ভাবে তৈরী করেছি, যাতে সব কিছু এখানেই পাওয়া যায়। আশাকরি এই কোর্সেই সম্পূর্ণ জব প্রিপারেশন সম্ভব।

১১) আমি তো চাকুরী করি, আমি কি পারবো?
উত্তর: কোর্সে অনেকেই আছে কোম্পানিতে চাকুরীর পাশাপাশি, সরকারি চাকুরীর প্রিপারেশন নিচ্ছে। তুমি যদি দৈনিক ৪ থেকে ৫ ঘন্টা পড়তে পারো, তাহলেই তোমার দ্বারা জব প্রিপারেশন সম্ভব। তবে ৪ থেকে ৫ ঘন্টা পড়াশোনা করতেই হবে, আমার কাজ বুঝিয়ে দেওয়া বাকি সম্পূর্ণ কাজ (পড়াশোনা) তোমাকেই করতেই হবে।

১২) আমি তো পলিটেকনিকে ৭ম সেমিস্টারে পড়ি, আমি কি কোর্সে ভর্তি হতে পারবো?
উত্তর: অবশ্যই। যারা শুরু থেকে ১০ গ্রেডের সরকারি চাকুরী পেতে আগ্রহী, তারা এই কোর্স করলে পলিটেকনিক শেষ করার আগেই ডিপার্টমেন্ট ক্লিয়ার হয়ে যাবে। এতে বের হওয়ার সাথে সাথেই দ্রুত চাকুরী পেতে পারো।

১৩) নতুন কি কোন ব্যাচ শুরু হবে?
উত্তর: এখানে একটাই ব্যাচ, ইতিমধ্যে ৭৫০+ স্টুডেন্ট ভর্তি হয়েছে। যতই স্টুডেন্ট হোক ব্যাচ একটাই থাকবে। আর তুমি যে কোন সময় কোর্সে ভর্তি হতে পারবে।

১৪) নতুনদের জন্য আলাদা ব্যাচ করলে ভালো হতো?
উত্তর: এটা নতুনদের ভুল ধারণা। জব প্রিপারেশনে পড়াশোনার চেয়েও গুরুত্বপূর্ণ গাইডলাইন ও সঠিক রাস্তা। নতুনরা পুরোনোদের সাথে থাকলেই বুঝতে পারবে কিভাবে সামনে আগাতে হবে। যখন একই ক্লাসে অনেক পুরোনো স্টুডেন্ট আর নতুন স্টুডেন্ট থাকবে, পুরোনো স্টুডেন্টদের প্রশ্ন থেকে নতুনরা অনেক কিছুই শিখতে পারবে।

১৫) আমি কতদিনে ডিপার্টমেন্ট প্রস্তুতি শেষ করতে পারবো?
উত্তর: এটা তোমার পরিশ্রমের উপর নির্ভর করে। তুমি যদি দিনে ৬ থেকে ৮ ঘন্টা পড়ো, ৪ মাসের মধ্যেই ইনশাআল্লাহ, ডিপার্টমেন্ট শেষ হবে। তুমি যদি ৪ থেকে ৫ ঘন্টা পড়ো, তাহলে ৬ মাসে ডিপার্টমেন্ট শেষ হবে।

কোর্স ফী ২০০০ টাকা (Fixed)

Bkash: 01840109114 (Personal) 

Nogod: 01840109114 (Personal) 

Rocket : 01840109114+3(Personal)

কোর্স ফী প্রদান করে আমাকে মেসেজ করুণ, আমি

আপনাকে কোর্সে যুক্ত করে দিব-

যোগাযোগঃ
শামীম খান
মোবাইলঃ 01840109114
ইমেইলঃ shamimkhan2k17@gmail.com
ফেইসবুকঃ http://www.facebook.com/shamim2k18