জ্বালানীর গুণাবলী

১) ফ্লাশ পয়েন্ট কাকে বলে? উত্তর: ফ্লাশ পয়েন্ট : যে সর্বনিম্ন তাপমাত্রায় ফুয়েলকে ইগনিশন সোর্সের সংস্পর্শে আনলে ফুয়েলের উপরে থাকা ফুয়েল ভেপার গুলো আকস্মিক ভাবে জ্বলে উঠে সেই সর্বনিম্ম তাপমাত্রাকে ঐ ফুয়েলের Flash Point বলে। ২) ফায়ার পয়েন্ট কাকে বলে?

Read More »

প্রশ্ন: সারফেস ইগনিশন কাকে বলে?

প্রশ্ন: সারফেস ইগনিশন কাকে বলে? উত্তর: ইঞ্জিনের ভিতর কোন উত্তপ্ত তলের সংস্পর্শে এসে এয়ার ফুয়েল মিক্সচারে ইগনিশন হলে তাকে সারফেস ইগনিশন বলে। কম্বাশন চেম্বারে অতিরিক্ত কার্বন জমা হলে সারফেস ইগনিশন হতে দেখা যায়।

Read More »

প্রশ্নঃ পেট্রোল ডিজেল ছাড়া মোটরযানে ব্যবহার যোগ্য ৫ টি জ্বালানীর নাম লিখ।

Mechalogy Book Main Manu বইটির বৈধতা Copy Right Certificate ISBN Certificate বইটির প্রাপ্তিস্থান নিউ জামালপুর লাইব্রেরী ডুয়েট গেট গাজীপুর ০১৬২১-৫৫১৬১৪ সোহেল ফটোকপি ডুয়েট গেট, গাজীপুর ০১৯২২-৪৫২৪২৩ ঢাকা বুক হাউস এন্ড ফটোকপি ডুয়েট গেট, গাজীপুর ০১৮১৯-১০৩০৪৩ ডুয়েট বই বিতান এন্ড ষ্টেশনারী

Read More »

প্রশ্ন: বায়োডিজেল কাকে বলে?

প্রশ্ন: বায়োডিজেল কাকে বলে? উত্তর: বাসাবাড়িতে ব্যবহৃত ভেজিটেবল ওয়েল, মাংসের চর্বি ইত্যাদি হতে যে বিশেষ ধরনের ডিজেল তৈরি করা হয় তাকে বায়োডিজেল বলে।

Read More »

“বস্তুতে তাপ দিলেই বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পায়” কথাটি কতটুকু সত্য?

“বস্তুতে তাপ দিলেই বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পায়” কথাটি কতটুকু সত্য? সঠিক উত্তর: “তাপ দিলেই যে তাপমাত্রা বাড়বে, তা সঠিক নয়” আবার “তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, মানেই যে সেখানে তাপ দেওয়া হয়েছে” সেটাও সঠিক নয়।.সঠিক উক্তিটি হবে, “তাপ দিলে সাধারণত তাপমাত্রা বৃদ্ধি

Read More »

একাধিক ব্যাটারি সিরিজে ও প্যারালেল- এ সংযোগ দিলে আউটপুট কি হবে?

আমরা বিভিন্ন সময় একাধিক ব্যাটারি ব্যবহার করে থাকি, একাধিক ব্যাটারি কখনো সিরিজে বা কখনো প্যারালেলে সংযোগ দেওয়া হয়। এখানে ব্যাটারির সিরিজ ও প্যারালেল সংযোগ এর ফলে আউটপুট দেখানো হল। ব্যাটারি সিরিজে সংযোগ দিলে ভোল্টেজ বৃদ্ধি পায় এবং প্যারালেলে সংযোগ দিলে

Read More »