সরকারী চাকুরী নিয়ে প্রশ্ন উত্তর

১) পরীক্ষা আনুমানিক কত মাস পর হতে পারে?
উত্তরঃ এটা কেউ বলতে পারবে না। আবেদন শেষ হওয়ার পর, অনেক গুলো স্টেপ থাকে, তারপর সম্ভাব্য তারিখ নির্ধারন করা হয়। সেটা পরীক্ষার দুই থেকে তিন মাস পূর্বে হয়ে থাকে। পরীক্ষার সম্ভাব্য তারিখ সম্পর্কে জানা গেলে অবশ্যই মেকালজি গ্রুপে জানিয়ে দেওয়া হবে।

 

২) অষ্টম পর্বের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে কিনা?
উত্তরঃ অষ্টম পর্বে থাকা মেকানিক্যাল ও অন্যান্য ডিপার্টমেন্ট এর শিক্ষার্থীদের BPSC ছাড়া সকল চাকুরীর পরীক্ষায় আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। সম্প্রতি প্রকাশিত বাখরাবাদ ও পানি উন্নয়ন বোর্ডের সার্কুলারেও আবেদন করার পরামর্শ দেওয়া হল। সবাই যেভাবে আবেদন করে তোমরাও সেভাবে আবেদন করবে।

১) CGPA যথাযথ সম্ভব কাছাকাছি দেওয়ার চেষ্টা করবে।
২) Passing year 2022 দিবে।

এছাড়া আবেদন করতে অন্যান্য সমস্যা হলে গ্রুপে পোস্ট করিও, আশাকরি হেল্প পাবে। আবেদন কিভাবে করবে, এগুলো নিয়ে আমাকে ইনবক্সে প্রশ্ন না করলে খুশি হব। এখানে অনেকেই আছে এই বিষয়ে হেল্প করবে, এগুলোর জন্য আমার প্রয়োজন নেই, তাছাড়া কিছু শিক্ষার্থী তুচ্ছ বিষয়েও প্রশ্নের উপর প্রশ্ন করতেই থাকে। নতুনদের এমন হয়, কিন্তু আমি ব্যাস্ত থাকি তাই এমন প্রশ্নের উত্তর দেওয়ার সময় থাকে না।

 

৩) প্রশ্ন প্যাটার্ণ কিরকম হয়?
উত্তরঃ প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানার জন্য জব সলুশ্যন দেখতে পারো। জব সলুশনে বিগত সালের প্রশ্ন দেওয়া থাকে। কিছু ক্ষেত্রে প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে।

 

৪) অন্য ডিপার্টমেন্টের শিক্ষার্থিরা আবেদন করতে পারবে কিনা?
উত্তরঃ সার্কুলারের শিক্ষাগত যোগ্যতায় যে ডিপার্টমেন্ট উল্লেখ থাকবে তারা ছাড়া অন্য কোন ডিপার্টমেন্ট আবেদন করতে পারবে না। তবে কারও যদি মেকাপ কোর্স করা থাকে সে মাদার টেকনোলজির সার্কুলারে আবেদন করতে পারবে।

 

৫) NID বা অন্য কোন সার্টিফিকেটে নিজের বা বাবা মা এর নাম অমিল বা ভুল থাকলে সমস্যা হবে কিনা?
উত্তরঃ NID বা অন্য কোন সার্টিফিকেটে নিজের বা বাবা মা এর নাম অমিল বা ভুল থাকলে BPSC আন্ডারে অনেক জামেলা হবে, অন্যান্য জায়গায় খুব একটা জামেলা হবে না। তারা অমিল দেখলে সংশোধন করার জন্য সময় দিবে, কিন্তু BPSC তে নির্দিষ্ট রুলস মানতে হবে, তবে অবশ্যই চাকুরি হবে। চূড়ান্ত ভাবে নির্বাচিত হলে কখনো কোন কাগজ পত্রের জন্য চাকুরিতে জয়েনিং এ আটকাবে না।

 

৬) আমার NID কার্ড নাই, আবেদন কিভাবে করবো?
উত্তরঃ পিতা বা মাতার NID কার্ডের নাম্বার দিয়ে আবেদন করবে, ভাইভা বা জয়েনিং এর সময় বুঝিয়ে বলবে।

 

৭) ইন্ডাস্ট্রিয়াল ট্রেইনিং সম্পর্কে কি আবেদন ফর্মে উল্লেখ করব?
উত্তরঃ কোন প্রয়োজন নেই।

 

৮) পূর্বের অভিজ্ঞতা থাকলে কি সেটা আবেদন ফর্মে উল্লেখ করবো?
উত্তরঃ সার্কুলারে কোন প্রকার অভিজ্ঞতা না চাইলে কখনো আবেদন ফর্মে কোন অভিজ্ঞতা দেখানো উচিত না। পরে এগুলো নিয়ে অনেক জামেলা হয়।

 

৯) স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানায় কেউ থাকে না, সমস্যা হবে কি?
উত্তরঃ আবেদন ফর্মের দুই ঠিকানায় জায়গায় একটাই ঠিকানা দেওয়া উচিত এবং এমন ঠিকানা দেওয়া উচিত যেতার পুলিশ ভেরিফিকেশন সহজেই সম্পন্ন হবে।

 

১০) আবেদন ফর্মে কোথাও ভুল হলে কি সমস্যা হবে?
উত্তরঃ আবেদন ফর্মে কোথাও ভুল হলে ভাইভা বা জয়েনিং এর সময় কিছু সমস্যা হবে তবে বুঝিয়ে বললে কোন সমস্যা হবে না, চাকুরিতেও কোন সমস্যা হবে না।

 

১১) এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা চেয়েছে, কিন্তু আমার কোন অভিজ্ঞতা নেই, আমি কি আবেদন করতে পারব?
উত্তরঃ অবশ্যই আবেদন করতে পারবে। বেশিরভাগ সময় এরকম অভিজ্ঞতা শুধুমাত্র ফরমালিটির জন্য দেওয়া হয়। তাই এরকম ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। রিটেন পরীক্ষায় পাশ করলে, ভাইভার জন্য এমন অভিজ্ঞতার সার্টিফিকেট সাধারনত চাওয়া হয়না, হয়তো মৌখিকভাবে জিজ্ঞেস করবে অভিজ্ঞতা বা দক্ষতা আছে কিনা এবং কিছু কাজ করে দেখাতে বলবে, সেক্ষেত্রে ভাইভার পূর্বে বেসিক কিছু কাজ শিখে গেলেই হবে।

 

১২) বাংলা ও ইংরেজিতে অভিজ্ঞ হতে হবে, কিন্তু আমি ইংরেজি ভাল পারিনা। আমি কি আবেদন করতে পারব?
উত্তরঃ অবশ্যই আবেদন করতে পারবে। বেশিরভাগ সময় এরকম যোগ্যতা শুধুমাত্র ফরমালিটির জন্য দেওয়া হয়। তাই এরকম ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। রিটেন পরীক্ষায় পাশ করলে, ভাইভার জন্য এমন এরকম কোন সার্টিফিকেট সাধারনত চাওয়া হয়না, হয়তো মৌখিকভাবে জিজ্ঞেস করবে অভিজ্ঞতা বা দক্ষতা আছে কিনা এবং কিছু প্রশ্ন ইংরেজিতে জিজ্ঞেস করতে পারে, সেক্ষেত্রে ভাইভার পূর্বে বেসিক কিছু বেসিক জিনিস শিখে গেলেই হবে।

 

১২) সরকারী চাকুরী পেতে ডুয়েট এডমিশন কোচিং করা আবশ্যক কিন না?
উত্তরঃ আমার ব্যাক্তিগত মতামত হচ্ছে, যারা একান্ত সরকারী চাকুরী পেতে চায় কিন্তু ডুয়েট এডমিশন নিতে চায় না, তাদের ডুয়েট এডমিশন কোচিং করা উচিত না, সরাসরি জব প্রিপারেশন নেওয়া উচিত। ডুয়েট এডমিশন কোচিং করলে সরকারী চাকুরীর নন ডিপার্টমেন্ট শূন্য অবস্থায় থাকে এবং ডিপার্টমেন্টে অনেক ঘাটতি থাকে কিন্তু ঐ সময় যদি জব প্রিপারেশনে দেয় অনেক ভাল এগিয়ে যাবে। এই টপিকে আমি গ্রুপে একটা ভোটিং করেছিলা, যেখানে ১০০০ জনের মধ্যে ৬২০ জনই আমার মতামতের সাথে একমত হয়েছে, আশাকরি এতজন কখনো ভুল সিধান্ত দিবে না।