ডুয়েট এডমিশন দিতে ইচ্ছুক শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা সাধারণত কোচিং থেকেই করা হয়। প্রত্যেক কোচিং এর নিজস্ব আবাসন ব্যবস্থা থাকে। তাই ডুয়েট ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা শুরুতেই আবাসন ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেইনিং নিয়ে কোচিং এর সাথে আলোচনা করে নিতে পারবে। কোন শিক্ষার্থী নিজের মেস বা বাসা নিজেই ঠিক করে নিতে চাইলে, সে "মেস বোর্ডার ফোরাম (ডুয়েট, গাজীপুর)" ফেসবুক গ্রুপ থেকে সাহায্য নিতে পারবে। একজন শিক্ষার্থী "মেস বোর্ডার ফোরাম (ডুয়েট, গাজীপুর)" গ্রুপ হতে ডুয়েট এরিয়াতে মেস সংক্রান্ত যাবতীয় সহায়তা পেয়ে যাবে।