Mechalogy Online Job Care

যারা মেকালজি জব কেয়ারের সাপ্তাহিক বা মডেল এক্সাম দিতে ইচ্ছুক তারা ফরমটি পূর্ণ করো।
নিয়মিত এক্সাম না দিলে, ফরম পূরণ করবে না।
বি দ্রঃ এক বারের বেশি ফরম পূরণ করতে হবে না।

  1. যারা নতুন বা সিলেবাস অনেক বাকি তারা সাপ্তাহিক এক্সাম দিবে এবং যারা পুরাতন তারা মডেল এক্সাম দিবে। একজন স্টুডেন্ট যে কোন একটা এক্সাম দিতে পারবে।
  2. যে যেই এক্সাম দিবে তাকে অন্য এক্সামের প্রশ্ন দেওয়া হবে না।
  3. যারা এক্সাম দিবে না, তাদেরকেও কোন প্রস্ন দেওয়া হবে না। তবে এরকম এক্সাম সারাবছর নেওয়া হবে। 

অবশ্যই এই নিয়ম গুলো মেনে চলবে –
১) যারা এক্সাম দিতে ইচ্ছুক, তারা পর পর দুটি এক্সাম মিস করলে গ্রুপ থেকে রিমুভ করা হবে অথবা ১০০ টাকা জরিমানা নেওয়া হবে।

২) একজন শিক্ষার্থী একটা সেশনে সর্বোচ্চ ২ টি এক্সাম মিস দিতে পারবে। এর বেশি মিস দিলেই ১০০ টাকা জরিমানা।   

৩) পরীক্ষা কেন দিতে পারোনি, বা আর হবে না, আরেকবার সুযোগ দিন এমন কোন মেসেজ দেওয়া যাবে না।

৪) পরীক্ষার প্রশ্ন গ্রুপে দেওয়া হয়, গ্রুপে প্রশ্ন দেওয়া হলে ঐদিন আর কোন মেসেজ দিবে না। 

৫) প্রশ্নের উত্তর খাতায় লিখে ছবি তুলে Mechalogy Exam আইডিতে মেসেজ করতে হবে। ছবি যাতে স্পষ্ট হয়।

৬) প্রত্যেক এক্সামের রেসাল্ট ৪৮ ঘন্টার মধ্যে দেওয়া হয়। 

৭) এক্সামের সলুশ্যন কপি ২৪ ঘন্টার মধ্যে গ্রুপে দেওয়া হয়।

Exam Form

RocketplayRocketplay casinoCasibom GirişJojobet GirişCasibom Giriş GüncelCasibom Giriş AdresiCandySpinzDafabet AppJeetwinRedbet SverigeViggoslotsCrazyBuzzer casinoCasibomJettbetKmsauto DownloadKmspico ActivatorSweet BonanzaCrazy TimeCrazy Time AppPlinko AppSugar rush