কোচিং ফিঃ সম্পুর্ণ কোর্স ফি = ১২০০০ থেকে ১৫০০০ টাকা
বাসা ভাড়াঃ প্রতি সিট মাসে ১৫০০ থেকে ২০০০ টাকা
বি দ্রঃ গাজীপুর এর বাসা গুলো সিট সিস্টেম, প্রায় প্রত্যেক রুমে তিনটা সিট থাকে। একটি সিটে একটি খাট, পড়ার ছোট টেবিল ও রুমে ফ্যান লাগানো থাকে। বাকি সব নিজের কিনতে হবে।
খাবার খরচঃ তিন বেলা খাবার বাবদ মাসে ২৫০০ থেকে ৩৩০০ টাকা এবং বিকেলে নাস্তার খরচ ৫০০ থেকে ১৫০০ টাকা।
বই ও খাতাঃ সব মিলিয়ে ১০০০ থেকে ২০০০ টাকা।
মোট খরচঃ থাকা ও খাওয়া বাবদ প্রতি মাসে গড়ে খরচ হবে ৪৫০০ থেকে ৭০০০ টাকা।
মোট খরচঃ ১০ মাস কোচিং এর মোট খরচ = ৬০০০০ থেকে ৮৫ হাজার টাকা।