"বস্তুতে তাপ দিলেই বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পায়" কথাটি কতটুকু সত্য?

সঠিক উত্তর: “তাপ দিলেই যে তাপমাত্রা বাড়বে, তা সঠিক নয়” আবার “তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, মানেই যে সেখানে তাপ দেওয়া হয়েছে” সেটাও সঠিক নয়।
.
সঠিক উক্তিটি হবে, “তাপ দিলে সাধারণত তাপমাত্রা বৃদ্ধি পায় বা পেতে পারে”
.
বিপরীত অবস্থা: স্থির তাপমাত্রা প্রক্রিয়ায় কিংবা তাপ সরবরাহে কোন বস্তুর অবস্থা পরিবর্তনের সময়, তাপ দেওয়া হলেও, তাপমাত্রার পরিবর্তন হয়না। আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ এর আদান প্রদান না হলেও, তাপমাত্রার পরিবর্তন হয়।