আমরা বিভিন্ন সময় একাধিক ব্যাটারি ব্যবহার করে থাকি, একাধিক ব্যাটারি কখনো সিরিজে বা কখনো প্যারালেলে সংযোগ দেওয়া হয়। এখানে ব্যাটারির সিরিজ ও প্যারালেল সংযোগ এর ফলে আউটপুট দেখানো হল। ব্যাটারি সিরিজে সংযোগ দিলে ভোল্টেজ বৃদ্ধি পায় এবং প্যারালেলে সংযোগ দিলে ক্ষমতা বা অ্যামপিয়ার – ঘন্টা (Amp-hours) বৃদ্ধি পায়।
অতিরিক্ত তথ্য:
■ব্যাটারি সাধারণত কখনোই সম্পূর্ণ ডিসচার্জ হয়না, দীর্ঘদিন ব্যবহার না করার ফলে বা অন্যকোন কারণে ব্যাটারি সম্পূর্ণ ডিসচার্জ হলে, ব্যাটারীকে তখন বুস্ট চার্জ(Boost Charge) করা হয়। বুস্ট চার্জের সময়, চার্জিং কারেন্ট স্বাভাবিক এর তুলনায় বেশি থাকে। মোবাইলের কুইক চার্জ পদ্ধতিতেও স্বাভাবিক এর তুলনায় কারেন্টের পরিমান বেশি থাকে, ফলে দ্রুত চার্জ হয়।