সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলস(Single Point Cutting tools)

  • এই ধরনের টুলসের একটি মাত্র কাটিং এইজ থাকে। সাধারণত লেদ মেশিন, প্লেনার মেশিন, শেপার মেশিন, মিলিং মেশিন ইত্যাদিতে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলস ব্যবহার করা হয়। 
  • উদাহরণঃ Turning tool. Shaping tool. Planing tool. Slotting tool. Boring tool. Fly milling cutter, knife, chisel etc

ডাবল পয়েন্ট কাটিং টুলস(Double Point Cutting tools)

  • এই ধরনের কাটিং টুলসে দুইটি কাটিং এইজ থাকে। সাধারনত ড্রিল মেশিন ও শিয়ারিং মেশিনে ডাবল পয়েন্ট কাটিং টুলস ব্যবহার করা হয়।
  • উদাহরণঃ কাঁচি, শিয়ারিং মেশিন। ড্রিল বিট ইত্যাদি।

মাল্টি পয়েন্ট কাটিং টুলস(Multi Point Cutting tools)

এই ধরনের কাটিং টুলসে দুই এর অধিক কাটিং এইজ থাকে। সাধারণত মিলিং, রিমার, হনিং, বোরিং, গ্রাইন্ডিং, নার্লিং ইত্যাদি মেশিনে মাল্টি পয়েন্ট কাটিং টুলস ব্যবহার করা হয়। 

উদাহরণঃ Saw, hacksaw, milling cutter, grinding wheel, fly cutter, turning tool etc

Ratchet and socket wrench

Ratchet: নাট ও বোল্টকে টাইট দেওয়ার জন্য বিশেষ ধরনের রেন্সকে রেচেট রেন্স বলে। রেচেট রেন্সের হাতল বা প্রধান অংশকে Ratchet বলে। Socket Wrench: রেচেট ও বোল্ট টাইট দেওয়ার অংশকে একত্রে Socket wrench বা Ratchet wrench বলে। বোল্ট টাইট দেওয়ার অংশকে socket বলে। বোল্ট বেশি গভীরে হলে টাইট দেওয়ার জন্য যে অতিরিক্ত অংশ ব্যবহার করা হয় তাকে, এক্সটেনশন বার বলে।