✪সরকারি চাকুরীর রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে একজন শিক্ষার্থী অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, এই বইটি সকল প্রতিবন্ধকতা দূর করতে সক্ষম। ✪বইটিতে সরকারি চাকুরীর ভাইভা প্রস্তুতি নেওয়ার জন্য ডিপার্টমেন্ট ও নন ডিপার্টমেন্ট উভয় পার্ট রয়েছে। ✪প্রথমেই রয়েছে ভাইভা পরীক্ষায় নিজেকে কিভাবে উপস্থাপন করবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা। ✪ভাইভা পরীক্ষার খুটিনাটি অনেক সুক্ষ্ম বিষয় বইটিতে সাবলীল ভাবে তুলে ধরা হয়েছে। আশাকরি একজন শিক্ষার্থীর হাতে এই বইটি থাকলে তাকে ভাইভা পরীক্ষার প্রস্তুতির জন্য অন্য কোথাও যেতে হবে না। ✪বইটিতে BPSC তে ভাইভা পরীক্ষার ১০০+ প্রশ্ন উত্তর সহ দেওয়া হয়েছে, যা BPSC ভাইভা পরীক্ষায় শিক্ষার্থীদের অনেক এগিয়ে রাখবে।